সকাল থেকে বাঘের আতঙ্ক কোচবিহার দু নম্বর ব্লকের উত্তর টাকা গাছ এলাকায়। আজ সকালে ওই এলাকার স্থানীয় বাসিন্দা সাজাহান মিয়া বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গেলে তিনি একটি চিতাবাঘ দেখতে পান। ওই জলাশয়ের পাশেই রয়েছে একটি ঘন জঙ্গল। ওই ব্যক্তির দাবি সেই জঙ্গলে ঢুকেছে চিতাবাঘটি। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ সংগ্ৰহের কাজ শুরু করে এবং এলাকাবাসীদের সাবধানে থাকার পরামর্শ দেয়। তবে বন দপ্তরের আধিকারিকদের দাবি এখনও পর্যন্ত সেই এলাকায় লেপার্ট এর উপস্থিতির কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় বন কর্মীদের মোতায়ন করা হয়েছে এবং সেই এলাকায় চিতাবাঘ আদতেও আছে কিনা তা খতিয়ে দেখছে।