সকাল সকাল আতঙ্কে উত্তাল হলো মুম্বইয়ের বিভিন্ন জায়গা। চারটি বোমা রাখা আছে মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। তার মধ্যে রয়েছে খোদ অমিতাভ বচ্চনের বাড়িও এবং তিনটি স্টেশনে। মধ্যরাতে অচেনা হুমকি ফোনের ধাক্কায় শোরগোল মুম্বইয়ে। অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর সামনে বাড়ানো হল নিরাপত্তা। শুরু হয় তল্লাশি। যদিও পরে জানা যায়, এই তথ্য ভুয়ো ছিল। মুম্বই পুলিশ সূত্রে খবর, কন্ট্রোল রুমে ফোন করে এক ব্যক্তি ৪টি জায়গায় বোমা রাখার কথা বলে। ছত্রপতি শিবাজী টার্মিনাস, বাইকুল্লা এবং দাদার রেলওয়ে স্টেশনের পাশাপাশি অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর কথাও উল্লেখ করে সে। কে বা কারা এর পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরপরেই এই চারটি এলাকায় তল্লাশি চালায় পুলিশ এবং বম্ব সোয়াড। কিন্তু সেখান থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এই ধরনের ফোন এর আগেও এসেছে। গত মে মাসে মুম্বইয়ের মহারাষ্ট্র সচিবালয়ে বোমা রাখার ভুয়ো ফোন এসেছিল। পরে দেখা যায় কলটি এসেছিল নাগপুর থেকে। সেখানে পরিষ্কার বলা হয় ওই বিল্ডিংয়ে বোমা রয়েছে। কিন্তু তল্লাশি চালানোর পরে কিছু না মেলায় বোঝা যায় কেউ ভুয়ো ফোন করেছে। এরপরে আবারও শুক্রবার রাতে এল ভুয়ো ফোন। কে বা কারা এই ফোন করেছে খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।