তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের চর ভানুকুমারী এলাকায় রায়ডাক নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস। দীর্ঘদিন ধরেই এই নদী ভাঙ্গনের সমস্যায় ধীরে ধীরে চাষের জমি হারাচ্ছে স্থানীয় কৃষকরা। প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। স্থানীয় বাসিন্দারা বহুবার অভিযোগ জানানোর পরেও তৈরি হয়নি পাথরের বাঁধ। অবশেষে শুক্রবার সেই নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে যান তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস। সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত পাথরের বাঁধ নির্মাণ করে এলাকাকে রক্ষা করার দাবি জানায়।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস বলেন, “এলাকার লোকজনের অনেকদিনের একটা দাবি, এখানে একটি বোল্ডারের বাঁধ করে দেওয়ার জন্য আজ এলাকা পরিদর্শনে এলাম। সাধারণ মানুষদের সাথে কথা বললাম যাতে দ্রুত এলাকায় বাঁধ নির্মাণ হয়। এই বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।”