পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে। রবিবার বিকেলে সবংয়ে দলের এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানস ভুঁইয়া এই কথা বলেন। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে নেত্রীকে জয়ের মালা পরিয়ে দিতে হবে। তার জন্য এখন থেকে বুথ ভিত্তিক কমিটি তৈরি করে কাজ শুরু করে দিতে হবে। প্রত্যেকটি বাড়িতে গিয়ে জনসংযোগ গড়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রীর জনমুখী কর্মসূচিগুলি মানুষের কাছে তুলে ধরতে হবে। অভিমান করে মানুষ দুটো কথা বলবে। তা মেনে নিয়ে ভালোবাসা দিয়ে তাঁকে কাছে টেনে নিতে হবে। তাঁর কথা মন দিয়ে শুনতে হবে। ভুল থাকলে তা শুধরে নিতে হবে।
এখন এটাই হবে তৃণমূল কর্মী, ছাত্র, যুবদের প্রধান কাজ। আর ভোটার তালিকা সংশোধনের কাজটাও গুরুত্ব দিয়ে করতে হবে। মনে রাখতে হবে বুথে চার, পাঁচ ভোটের ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হয়। মানসবাবু বলেন, মানুষকে বলতে হবে, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে সেকথা বলে এসেছেন। তালিকা দিয়ে এসেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে কথা বলতে দেওয়া হয়নি। আমি মনে করি এটা শুধু মুখ্যমন্ত্রী নয়, বাংলা ও বাঙালির প্রতি অপমান।