পঞ্চায়েতের ভোট প্রচারে সরগরম বক্সিরহাট। শনিবার তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের শালবাড়ি-১ ও শালবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে পথসভায় উপস্থিত হন তৃণমূলের রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এদিন প্রথমে নাগুরহাট বাজারে আয়োজিত পথসভায় উপস্থিত হয়ে তৃণমূলের উন্নয়নমূলক প্রকল্পের ঝুড়ি তুলে ধরেন তিনি। তার সাথে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির উদ্দেশ্যে মুখ খোলেন তিনি। তার সাথে শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তুরকানির কুঠি এলাকাতেও পথসভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচার করেন তিনি।পথসভার শেষে রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানায়, শালবাড়ী ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গত লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপি ভালো ফলাফল করেছে। বিজেপি ধর্ম ও জাতিভেদের হাওয়া তুলে ভোট নিয়েছে। এবার মানুষ বুঝতে পেরেছে কারণ, গ্যাসের দাম তেলের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মোদীজি যেভাবে বাড়াচ্ছে , রামের নাম করে মানুষকে বোকা বানাতে চাইছে। এবার এখানকার মানুষ তৃণমূলকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং বিজেপিকে যোগ্য জবাব দেবে। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নের উত্তরে দেবাংশু জানায়, গত বিধানসভা ভোটে এই কোচবিহারের শীতলকুচির মাটিতে কেন্দ্র বাহিনীর গুলিতে পাঁচজন মারা গেছে। বিগত দিনে রাজ্য পুলিশ দিয়ে যে ভোট হয়েছে তাতে কতজন মারা গেছে। শুধু ভোটের সময় নয় একাধিক সময় কেন্দ্রের বাহিনীর গুলিতে রাজবংশী তরতাজা যুবক নিহত হয়েছে। একজন সাধারণ মানুষের যদি মৃত্যু হয় তাতে নরেন্দ্র মোদির কিছু যায় আসে না। তবে মমতা ব্যানার্জি বাংলার মাটিতে বড় হয়েছে তাই উনার কষ্ট হয়।তাই আমরা কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করেছিলাম তা ছাড়া যেখান থেকে খুশি বাহীনি আসুক আমাদের বয়েই গেল।