নেতাজির জন্ম দিবস উপলক্ষে ‘নেতাজি’ সিলভার বার লঞ্চ করল PAMP

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি সম্মান জানাতে MMTC-PAMP ৫০ গ্রামের ৯৯৯.৯ বিশুদ্ধ রূপার ‘নেতাজি’ সিলভার বার লঞ্চ করল। উল্লেখ্য, এই ৯৯৯.৯ বিশুদ্ধতম সিলভার বারগুলি অনলাইন সহ সমস্ত PAMP-এর এক্সক্লুসিভ স্টোর এবং ভারতের বিশিষ্ট জুয়েলারি শপে পাওয়া যাবে। 

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসে জার্মানির রাজধানী বার্লিনে ভারতের বিশেষ ব্যুরোর ভারতীয় ও জার্মান কর্মকর্তারা তাঁকে এই সম্মান প্রদান করেন। বলাবাহুল্য, নেতাজির জন্মদিবস ভারতে পরক্রম দিবস  হিসেবে পালিত হয়।  চমৎকার কারুকাজ করা এই সিলভার বারটি নেতাজির নিঃস্বার্থ দেশ সেবার প্রতি শ্রদ্ধা জানাতে লঞ্চ করেছে MMTC PAMP। খাঁটি রূপার তৈরি ৫০ গ্রামের এই  বারটির একদিকে নেতাজির একটি প্রতিকৃতি এবং অপরদিকে মুদ্রার ৯৯৯.৯ বিশুদ্ধতার প্রমাণপত্রের সাথে ১২৬ তম পরক্রম দিবসের উল্লেখ রয়েছে।

MMTC-PAMP-এর সিইও বিকাশ সিং বলেন, এই রুপার বারটি  সাহস ও জাতীয় চেতনার প্রতীক নেতাজীর মহান ত্যাগ ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধাঞ্জলি।