শাহরুখ পুত্রের সঙ্গে প্রেমের গুঞ্জন পাক অভিনেত্রী সাদিয়া খানের

বলিউডে কেরিয়ার শুরুর আগেই চর্চায় শাহরুখ পুত্রের ব্যক্তিগত জীবন। তারকা সন্তানদের ব্যক্তিগত জীবন হামেশাই থাকে লাইমলাইটে, শাহরুখ খানের ছেলে হওয়ার সুবাদে ছোট থেকেই হাজারো ক্যামেরার ফ্ল্যাশের মধ্যেই বড় হয়েছেন আরিয়ান। নতুন বছরের শুরুতেই নোরা ফতেহির সঙ্গে আরিয়ানের প্রেমের গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে, সেই চর্চা থিতু হতে না হতেই এক পাক সুন্দরীর সঙ্গে জড়িয়ে যায় আরিয়ানের নাম। 

নোরা-আরিয়ানের প্রেমের চর্চা ডানা মেলার সঙ্গে সঙ্গেই পাক অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে আরিয়ানের একটি ছবি ভাইরাল হয়ে যায়, সেই ছবির সুবাদেই রাতারাতি ‘শাহরুখ খানের হবু বউমা’র তকমা সেঁটে দেওয়া হয় ৩৫ বছর বয়সী সাদিয়ার নামের পাশে। বয়সে আরিয়ানের চেয়ে দশ বছরের বড় সাদিয়া। গোটা বিষয় নিয়ে এবার মুখ খুললেন পাক সুন্দরী।

অভিনেত্রী স্পষ্টভাবে জানান, মোটেই তিনি আরিয়ানকে ডেট করছেন না। শুধু একটা ছবি তুলেছে তারা একসাথে। সম্প্রতি আরিয়ান খানের ফ্যান ক্লাবের তরফে সাদিয়ার সঙ্গে আরিয়ানের একটি ছবি পোস্ট করা হয়। ওই ভাইরাল ছবিতে দুবাইয়ের নাইটক্লাবে সাদিয়ার কোমর জড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে আরিয়ানকে। তাঁর পরনে মেরুন রঙের টি শার্ট, নীল জিনস এবং সাদা জ্যাকেট। অন্যদিকে কালো পোশাকে ধরা দিয়েছেন সুন্দরী সাদিয়া। নিমেষেই এই ছবি ভাইরাল হয়। মুহূর্তেই দু-জনের প্রেমের চর্চার গুঞ্জনে ভরে যায় সোশ্যাল মিডিয়া।