টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট ৮ উইকেটে জয় দিয়ে শেষ করল অস্ট্রেলিয়া। নিজের ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন ওয়ার্নার। আর তাঁর সেই আসা পূরণ করেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এদিন টেস্ট ম্যাচ জয়ের পর নিজের সাদা জার্সি খুলে রাখলেন ডেভিড ওয়ার্নার।

এদিন ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে মোট ৩১৩ রান তোলে। এর জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২৯৯ রানে অল আউট হয়ে যায়। যেখানে মার্নাস লাবুশেন ৬০ ও মিচেল মার্শ ৫৪ রান করেন। অন্যদিকে পাকিস্তানের অলরাউন্ডার জামাল বল হাতে ৬ উইকেট নেন। তবে এই লড়াই বেশি ক্ষণ স্থায়ী হয়না। দ্বিতীয় ইনিংসেই ভেঙ্গে পড়ে পাকিস্তানের ব্যাটিং। এই ইনিংসে পাকিস্তানের ব্যাটার দের উপর রোলার চালান জস হেজ়লউড।পাকিস্তান শেষ হয়ে যায় ১১৫ রানে।

সেই রান তুলতে কোনও সমস্যা হয়না অস্ট্রেলিয়ার কাছে। সেই ম্যাচে ওয়ার্নার করেন ৫৭ রান ও ৭৩ বলে ৬২ রান করেন তিনি। তবে সেই ম্যাচে ওয়ার্নার আউট হওয়ার পর গোটা সিডনি তাঁকে দাঁড়িয়ে হাততালি দেয় এবং ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জিতে নেয় অস্ট্রেলিয়া।