সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। এই ঘটনায় এবার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি পহেলগাঁওতে ভয়াবহ হামলার সাথে যুক্ত সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের স্কেচ প্রকাশ করেছে।
তাদের নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। হামলার মূল পরিকল্পনাকারী হলেন লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ। লস্কর-ই-তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ TRF এই হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যে, এই হামলায় তাঁদের কোনও হাত নেই।
গত মঙ্গলবার বিকেলে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৭ জন প্রাণ হারান। অপরদিকে ২০ জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলাটি এমন এক সময়ে ঘটে যখন বৈসরান উপত্যকায় বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন। মৃতদের মধ্যে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং ওড়িশার পর্যটক রয়েছেন।