অবশেষে রাজ্যে ঢুকছে পদ্মার ইলিশ

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ইলিশ৷ গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে পদ্মার ইলিশের। অবশেষে আশা পূরণ হতে চলেছে। জানা যাচ্ছে আজ রাতেই ওপার বাংলা থেকে ইলিশ এসে পৌঁছাবে এপার বাংলায়।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বাজারগুলিতে শুরু হয়ে যাবে ইলিশ বিক্রি। তবে, কত দামে রূপালী শস্য বিক্রি হবে সেই বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জানা যাচ্ছে ইতিমধ্যেই এগ্রিমেন্ট ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা কেটে গেছে। ২১ থেকে ২৫টি কনসাইনমেন্টে ৭০ জন ভারতীয় আমদানিকারক নিয়ে আসবেন পদ্মা-মেঘনার ইলিশ।