কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ

কৃষিকাজকে আরও আধুনিক করে তুলতে কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফার্মার প্রডুসার অর্গানাইজেশনকে। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তারা সরাসরি কৃষকদের এ বিষয়ে অবগত করবেন। এ বিষয়ে ডুয়ার্স এগ্রো ফার্মাস প্রডুসার কোম্পানির তরফে বিনয় নার্জিনারী জানান, ‘একজন কৃষকের ধান চাষ বা রোপণ করতে অনেক দিন সময় লাগে, কিন্তু তারা যদি যন্ত্রের সাহায্যে তা রোপণ করে তাহলে তিন থেকে চারদিনের ধান রোপন শেষ হয়ে যাবে। ফলে অনেকটাই সময় বাঁচবে।’