একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আটিয়ালডাঙ্গায় তৃনমূলের পদযাত্রায় মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সকালে বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আটিয়ালডাঙ্গায় তৃনমূল কংগ্রেসের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা দুই ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, বামনহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি চঞ্চল কুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন আমরা দিনহাটা বিধানসভায় স্থির করেছি যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং নতুন করে কাজ পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকার দাবি এছাড়াও যেভাবে সারা ভারত বর্ষ জুড়ে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইডি দিয়ে বিরোধীদের দমিয়ে রাখার একটা চক্রান্ত করবে, তার বিরুদ্ধে অঞ্চলে অঞ্চলে আমাদের এই প্রতিবাদ মিছিল ও পদযাত্রা। আজ আমরা বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনটি পঞ্চায়েত এলাকা নিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে। মাঝখানে চারদিন উৎসবের জন্য বন্ধ থাকবে এবং আগামী ১৬ নভেম্বর তারিখ থেকে ধারাবাহিকভাবে আবারও বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচী পালন হবে এবং যতক্ষণ না কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব।