অবশেষে সফল হলো৷ বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক৷ ৪,৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩,৬৭২ কোটি টাকা)-এর বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইটের মালিকানা পেলেন তিনি৷ টুইটারের উপর পড়ল ইলন মাস্কের ‘ব্লু টিক’। টুইটারের শেয়ার কেনার জন্য মাস্ক নগদ টাকা দিচ্ছেন বলেই খবর৷
টুইটার বোর্ডের সদস্য ব্রেট টেলর জানান, সংস্থার হস্তান্তর নিয়ে দীর্ঘ বৈঠক হয়৷ অবশেষে দেখা যায় মাস্কের প্রস্তাব আখেরে লাভদায়ক। টুইটারের প্রত্যেক শেয়ার হোল্ডারের জন্য এই সিদ্ধান্ত সঠিক বলেই সংস্থার কর্মকর্তাদের বিশ্বাস। উল্লেখ্য, দিন কয়েক আগে প্রায় ২২ হাজার কোটি টাকায় টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনেছিলে ইলন মাস্ক।
পরবর্তী সময়ে সংস্থার সম্পূর্ণ মালিকানা পাওয়ার জন্য তিনি প্রস্তাব দেন৷ ইলনের বলেছিলেন, টুইটারের অংশীদার হওয়ার সময়েই তিনি ভেবেছিলেন এই প্ল্যাটফর্ম গোটা বিশ্বে বাক্স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে৷ কিন্তু কিছুদিনের মধ্যেই উপলব্ধি করেন, বহু মালিকানায় সেই লক্ষ্যপূরণ সম্ভব নয়৷ এর পরেই শেয়ারপিছু ৫৪.২ ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন মাস্ক৷
দীর্ঘ দিন ধরেই টুইটার কেনা নিয়ে আলোচনা চলছিল৷ তাঁর মনে হয়েছিল বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে টুইটার৷ কন্টেন্ট মডারেশনের ক্ষেত্রেও একাধিক ভুলত্রুটি নজরে এসেছিল তাঁর। টুইটার কেনার পর একটি যৌথ বিবৃতিতে ইলন বলেন, ‘‘গণতন্ত্রের মূল ভিত্তি হল বাকস্বাধীনতা। টুইটার হল সেই ডিজিটাল বৃত্ত যেখানে মানুষ ভবিষ্যতের যে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার স্বাধীনতা পাবে৷’ টুইটারের সিইও-পরাগ আগরওয়াল বলেন, “সারা বিশ্বে টুইটারের গ্রহণযোগ্যতা রয়েছে। আমাদের পুরো টিমের জন্য আমি ভীষণ গর্বিত৷’’