পুর ভোটে বিজেপি প্রার্থীর ইশতেহার প্রকাশকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ স্থানীয় যুবকদের

শিলিগুড়ি পৌরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমৃত পোদ্দার তার ইশতেহার প্রকাশ করেছেন। তিনি জিতলে ৩৭ নম্বর ওয়ার্ডে কি কি কাজ করবে তা বড় বড় ব্যানার ছাপিয়ে তুলে ধরেছেন । সেই ব্যানারের গুলো ৩৭নম্বর ওয়ার্ড জুড়ে লাগানো হয়ছে। সেই ইশতেহার প্রকাশের মধ্যে সবচেয়ে নিচে ২৪নম্বর লেখা রয়েছে রাতের বেলায় ঘোগোমালী মাঠে সমাজ বিরোধীদের আড্ডা বন্ধ করতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে।

এই লেখাটা লিখতে ঘুঘুমারি মাঠের বেশ কিছু যুবক বিক্ষুব্ধ হয়ে পড়ে তার বিরুদ্ধে। তারা বিক্ষোভ করে বলেন এবারের ৩৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী অমৃত দাদা যা লিখেছেন কাদের ঘোগোমালী মাঠে সমাজ বিরোধী বলছেন আমাদেরকে। ছোট থেকে এই ঘুঘুমারি মাঠে খেলাধুলা করে বড় হলাম সকাল থেকে রাত পর্যন্ত এই মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। রাতের বেলা আমরা কাজ করে বা পড়াশোনা করে এসে খেলাধুলা করতে আসি তাই বলে কি আমরা এই মাঠের সমাজবিরোধী হয়ে গেলাম। দাদা আমাদের সমাজ বিরোধী বলেছেন, দাদাকে আমরা বলতে চাই কোনদিনকী মাঠে এসেছে। কোন খেলা আমাদের সাথে খেলেছে। আমাদের ভালোমতো চিনেন না তিনি। তাহলে স্থানীয় ছেলেরা কি সমাজবিরোধী হয়ে গেল।