প্রত্যন্ত সীমান্তবর্তী কুর্শাহাটে ৯০ বি এন বিএসএফ এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন

প্রত্যন্ত সীমান্তবর্তী কুর্শাহাটে ৯০ বি এন বিএসএফ এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন। শুক্রবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুর্শাহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সীমান্তের জনসাধারণের উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিএসএফ এর তরফে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফের ৯০ ব্যাটেলিয়নের কমান্ডান্ট অফিসার অরবিন্দ কুমার উপপাধায়,  ডেপুটি কমান্ডেন্ট Y K Rana, ডা. অতুল গুপ্তা, গোপাল নাগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম, সেকেন্দার আলী, দীপক সেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিএসএফ কমান্ড্যান্ট অরবিন্দ কুমার উপাধ্যায়। সীমান্তবর্তী নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সুচিকিৎসার সুবিধা পেতে এদিন লাইনে দাঁড়িয়ে পড়েন এবং তারা ঐ লাইনে দাঁড়িয়ে বিএসএফ এর এই রকম কর্মসূচির জন্য সাধুবাদ জানান। আগামীতে এই ধরনের কর্মসূচি প্রতি তিন মাস ও ছয় মাস অন্তর অন্তর একবার করে হলে গ্রামের নিম্ন মানের খেটে খাওয়া সাধারণ মানুষ খুবই উপকৃত হবে বলে তারা জানান। এ দিন ঐ কর্মসূচি তে প্রায় পাঁচশো জনের মতো সাধারণ মানুষ এই বিনামূল্যে সুচিকিৎসার সুবিধা নিয়েছেন বলে জানা যায়।