পয়লা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়ির সমস্ত স্তরের সংস্কৃতিপ্রেমি মানুষেরা মিলে সৌহার্দ্য যাত্রার আয়োজন করেন শহরে। শনিবার সকালে জলপাইগুড়ির দিশারি মোড় থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে বর্ণাঢ্য এই শোভাযাত্রা। অসংখ্য মহিলা, পুরুষ ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে শোভাযাত্রায়। নতুন বছরে এই শোভাযাত্রার মধ্য দিয়ে সমস্ত স্তরের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বাংলার বিভাজনের বিরুদ্ধে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান জলপাইগুড়ির সংস্কৃতিপ্রেমি মানুষেরা। মানুষের মধ্যে সম্প্রতি গড়ে তোলাই এই উৎসব ও শোভাযাত্রার মূল উদ্দেশ্য। জলপাইগুড়ির বিভিন্ন মহলের শিল্পী ও সংস্কৃতিপ্রেমি ব্যক্তিদের নিয়ে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে থানা মোড়ে এসে শেষ হয়।