কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

বৃহস্পতিবার কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে ট্রাস্টের কর্মচারী এবং অন্যান্য দের নিয়ে মদন মোহন মন্দির সংলগ্ন আনন্দময়ী ধর্মাশলায় অনুষ্টিত হলো রক্তদান শিবির। সদর মহকুমা শাসক সর্বপ্রথম রক্তদান করে এই শিবিরের সূচনা করেন।আয়োজকরা জানান কোচবিহার ব্লাড ব্লাঙ্কের রক্তের সমস্যা মেটাতে তাঁদের এই উদ্যোগ। তাঁদের লক্ষ ৫০ ইউনিট রক্ত এই শিবির থেকে সংগ্রহ করে ব্লাড ব্লাঙ্কের হাতে তুলে দেওয়া হবে।