১৬ প্রহর ব্যাপী নাম কির্ত্তনের আয়োজন করেছে উত্তর সুকান্ত নগরে

দ্বিতীয় বর্ষ শ্রীকৃষ্ণের রাস লিলা ও ১৬ প্রহর ব্যাপী নাম কির্ত্তন এবং অষ্টকালীন কির্ত্তনের আয়োজন জলপাইগুড়ির উত্তর সুকান্ত নগর, সেনপাড়া এলাকায়। পরিচালনায় শ্রীশ্রী রাধা গোবিন্দ নগেন বাউলি আনন্দ আশ্রম কমিটি। মহাধুমধামের সহিত ১৪ নভেম্বর বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে ১৬ প্রহর নাম কির্ত্তন, অষ্টকালীন কির্ত্তনের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে নাম কির্ত্তন, অষ্টকালীন কির্ত্তন ও পদাবলি কির্ত্তন পরিবেশন করবেন জলপাইগুড়ি,কোচবিহার, মাথাভাঙ্গা, গোসাঁইরহাট, বার্ণিশের  শিল্পীরা অংশগ্রহণ করবেন।

মন্দির প্রাঙ্গণে  অগনিত ভক্তদের ঢল নামতে শুরু করেছন। মন্দির কমিটির সদস্য  বাবাই দাস বলেন, এই মন্দিরটি রাধা গোবিন্দ নগেন বাউলি আশ্রম বলে পরিচিত। ওনার স্মৃতির উদ্দেশ্যে তিলে তিলে দালান কোঠা মন্দিরে পরিনত হয়েছে। আগে এখানে শুধু গোপালের পুজো হত। আস্তে আস্তে গোপাল বড় হয়ায় এখন মন্দিরে সার্বজনীনভাবে শ্রী কৃষ্ণের পুজো হয়। গতবার থেকে রাস পূর্ণিমায় মন্দিরে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী তুলে ধরা হয়।

 রাস লীলার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহর নাম কির্ত্তন ও অষ্ঠকালীন কির্ত্তনের আয়োজন করা হয়েছে। ১৫ই নভেম্বর শুক্রবার কির্ত্তন, ১৬ই নভেম্বর শনিবার পদাবলী কির্ত্তন ও ১৭ ই নভেম্বর রবিবার অনুষ্ঠানের শেষদিন ঠাকুরের ভোগ নিবেদনের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে তিনি জানান।