আগামীকালের মধ্যে লালন মৃত্যুর কেস ডায়েরি জমার নির্দেশ

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে এখন উত্তাল রাজ্য। লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডির ওপরেই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবার এই মামলায় কী ভাবে তদন্ত হচ্ছে এবং তার অগ্রগতি কী সেটা জানতে চাইল আদালত।

এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, লালন শেখের রহস্য মৃত্যু মামলায় এনএইচআরসি গাইডলাইন মেনে তদন্ত হচ্ছে না। ময়নাতদন্তের আগেই কেন এফআইআর, সেই প্রশ্নও তুলেছে সিবিআই। এই প্রেক্ষিতে আদালতের নির্দেশ, সিআইডির বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা হলফনামা আকারে জমা দিতে হবে সিবিআইকে। অন্যদিকে, লালন সেখের মৃত্যু ঠিক কী কারণে হয়েছিল, সেই ময়নাতদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত আদালতে জমা পড়েনি। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামীকাল মামলার কেস ডায়েরি জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।

কিছুদিন আগেই জানা গিয়েছিল, লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি সিআইডি আধিকারিকদের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল আদালতে। দাবি করা হয়েছিল, সিবিআইয়ের এমন আধিকারিকদের মামলায় জড়ান হচ্ছে যাদের সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই। তবে আদালত এই মুহূর্তে সিআইডি তদন্তের ওপরই ভরসা রেখেছে।