আগামী সপ্তাহের মধ্যেই চার্জশিট গঠন করার নির্দেশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নাম জড়িয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি।

আরজি কর দুর্নীতি মামলায় সেই সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনকে সশরীরে হাজির করানো হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। ক্ষুব্ধ হয়ে আদালতের সিবিআইকে নির্দেশ ছিল ১০০ শতাংশ নথি জমা দিতে হবে।

আদালতের নির্দেশ মত সিবিআইয়ের আইনজীবী আরজি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিপুল নথি নিয়ে উপস্থিত হন। CBI- র আইনজীবী জানান তিনি পেন ড্রাইভে অভিযুক্তদের আইনজীবীকে নথি দিতে পারবেন। অভিযুক্ত সন্দীপ ঘোষদের কাছে নথি জমা দেওয়ার পরে আদালত জানিয়ে দেয় আগামী সপ্তাহেই চার্জ গঠন করা হবে।