তথ্য প্রমানের কারণে সুজয়ের কন্ঠ স্বরের নমুনা সংগ্রহের নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য এসএসকেএম হাসপাতালকে চিঠি পাঠাল ইডি।

বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর জেলে ফিরতেই ফের অসুস্থ হয়ে পড়েন সুজয়৷ তবে থেকে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ‘কাকু’। কর্তৃপক্ষকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে।

কলকাতার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ ও রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির কর্তৃপক্ষকে কালীঘাটের কাকুর কন্ঠ স্বরের নমুনা সংগ্রহের জন্য ইডিকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।