রাজ্যের শাসক শিবিরকে হারাতে একজোট হচ্ছে বিরোধী দলগুলি

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলকে হারাতে একজোট বিজেপি-কংগ্রেস-সিপিএম। ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতির বুথে তৃণমূলকে হারাতে জোট প্রার্থী দিল বাম, কংগ্রেস এবং বিজেপি।

ধূপগুড়ির বিডিও অফিসে কংগ্রেসের প্রতীক চিহ্নে মনোনয়নপত্র জমা দেন বাম কংগ্রেস ও বিজেপি জোট প্রার্থী নিরবালা রায়। অপরদিকে ধূপগুড়িতেই তৃণমূলে বড়সড় ভাঙ্গ।ন এবার তৃণমূল ছেড়ে সিপিএমের যোগদান করলেন তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত সহ শতাধিক পরিবার।

বানারহাট ব্লকের সাঁকোঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীবাস দাস সহ ১০০ পরিবার সিপিআইএম এর ঝান্ডা তুলে নেয়। তাদের হাতে সংগঠনের দলীয় পতাকা তুলেদেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদা, বিরাজ সরকার প্রমূখ।