শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে ট্রাকের ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বলে খবর। আজ, শুক্রবার কাঁথির বাড়ি থেকে তমলুকে একটি রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক শুভেন্দু অধিকারী কনভয়ের চার নম্বর গাড়িতে সজোরে ধাক্কা মারে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা ছিলেন ওই গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন, তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিরাপদে আছেন বলে সূত্রের খবর।