গতকালই রাজ্যে হওয়া সম্প্রতি পৌরসভা ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে। চার পুরসভার ভোটে বিজেপি যে এবারেও তৃণমূলের কাছে পরাজিত হয়েছে তা একেবারে স্পষ্ট। ফল বলছে, বিজেপি ০-৪ গোলে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগরের ভোটে দাপুটে জয় পেয়েছে ঘাসফুল শিবির। এই ভোট এবং ফলাফল নিয়ে বাংলার শাসক শিবিরকে কড়া আক্রমণ করেছে বিজেপি। তাদের সাময়িক প্রতিক্রিয়া, এই ফলাফল কাঙ্খিত ছিল।
ভোটের ফল নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভোটের ফল যে এই হবে তা আগে থেকে প্রত্যাশিত ছিল। কোনও জায়গায় ভোট করতেই দেয়নি তৃণমূল কংগ্রেস। গুন্ডা ও পুলিশ দিয়ে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া হয়েছে। তাই এই ভোটের ফলাফলই কাম্য। বুথে বুথে ভোট লুঠ হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি আরও জানিয়েছেন, আগেই বিজেপি ভোট বাতিলের দাবি তুলেছিল এই কারণেই।
আদালতে যাচ্ছেন তারা। দিলীপের সুরেই কার্যত এই ভোটের ফলের নিন্দা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ভোটের নামে প্রহসন হয়েছে। রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের পারস্পরিক বোঝাপড়ায় এই ফল হয়েছে আজকে। নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্রের মতো কাজ করেছে বলেও চরম কটাক্ষ করেন তিনি। সুকান্ত আরও দাবি করেছেন, পুরভোটে আসল জনমত প্রকাশিত হয়নি।
যদিও এই সব দাবি পাত্তাই দিচ্ছে না তৃণমূল শিবির। জায়গায় জায়গায় আনন্দে মেতে উঠেছে তারা। এই ফলের প্রসঙ্গে খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চার কেন্দ্রেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং মানুষের ভোটে তারা জয় পেয়েছেন, তাই তিনি খুশি। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে, এমনটাই জানান তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, মানুষের জন্য আরও নম্রভাবে কাজ করতে হবে কারণ এই জয় মানুষের জয়।