বাকি মাত্র আর কিছুটা সময়, নির্বাচন পূর্বে কমিশনারকেহুঁশিয়ারি রাজ্যপালের

লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই রাজ্য নির্বাচন কমিশনারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তিনি বলেন হিংসার ঘটনা রুখতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ব্যর্থ। হিংসার যে রক্ত কমিশনারের ‘হাতে লেগে আছে’ পবিত্র গঙ্গার জলেও তা ‘ধোয়া যাবে না’।

কমিশনারকে সঠিক পদক্ষেপ করার পাশাপাশি, রাজধর্ম পালন করার নির্দেশও দেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, ‘আপনাকে আমি নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। দায়িত্ব পালনে আপনি ব্যর্থ। এখনও সময় আছে, সঠিক পদক্ষেপ করুন। রাজধর্ম পালন করুন।’ পাল্টা রাজ্যপালকে বিঁধেছে বাংলার শাসকদল।

সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে করা হয়, সে বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশনারকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, ‘গ্রাউন্ড জিরো রাজ্য নির্বাচন কমিশনার হন। মানুষের হৃদয় ভেঙে গিয়েছে। মানুষ বলছে, তাঁদের প্রিয়জনের জীবন ফেরাতে।’