অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং

নেট ফড়িঙের পথচলা শুরু হয়েছিল ২০১৭ সালের ১০ই সেপ্টেম্বর। মূলত অনলাইন ম্যাগাজিন হিসেবেই পথচলা শুরু হয়েছিল নেট ফড়িঙের।প্রবীণ লেখক-লেখিকাদের সাথে নবীন লেখক-লেখিকাদের মেলবন্ধন করা ছিল এর মূল উদ্দেশ্য। ইন্টারনেট, মুঠোফোন, ল্যাপটপ এর মাধ্যমে কালক্রমে সারা বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছে গেছে নেট ফড়িং। ১০ই সেপ্টেম্বর, ২০১৭ প্রকাশিত হয় নেট ফড়িং এর প্রথম অনলাইন সংখ্যা। তার পরবর্তীতে অনলাইনের পাশাপাশি প্রকাশ করা হয়েছে বেশ কিছু মুদ্রণ সংখ্যাও। দুর্গা পূজা, বইমেলা, বাংলা নববর্ষে সেই সংখ্যাগুলো প্রকাশিত হয়েছে নতুন আঙ্গিকে। সেইসাথে গত বছরের এপ্রিল মাস থেকে প্রকাশনী হিসেবেও কাজ শুরু করেছে নেট ফড়িং। ইতিপূর্বে বেশ কিছু লেখক-লেখিকার একক বই প্রকাশিত হয়েছে। এখন প্রতি মাসেই নেট ফড়িং এর একটি করে মুদ্রণ সংখ্যাও প্রকাশিত হচ্ছে। পাঠকদের অনুরোধ মেনে নেট ফড়িং এর বিশেষ বিশেষ সংখ্যাগুলোও এখন মুদ্রণ সংখ্যা হিসেবেই প্রকাশিত হচ্ছে। ইংরেজি মাস অনুসারে একটি অনলাইন সংখ্যা ও বাংলা মাস হিসেবে একটি মুদ্রণ সংখ্যা এখন প্রতি মাসেই প্রকাশিত হচ্ছে। নেট ফড়িঙের কর্ণধার তথা শিল্পী বিক্রম শীল জানান অনলাইন সংখ্যার জন্য যেকোনো দিন লেখক বন্ধুরা লেখা পাঠাতে পারেন, এক্ষেত্রে কোন শব্দসীমা বা লাইন সীমা নেই। অন্যদিকে মুদ্রণ সংখ্যার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে লেখকদের লেখা পাঠাতে হবে, এক্ষেত্রে রয়েছে শব্দসীমা ও কবিতার ক্ষেত্রে লাইন সীমা, সেই অনুযায়ী লেখকদের লেখা পাঠাতে হয়। একক বই এর ক্ষেত্রে সর্বপ্রথম লেখক-লেখিকাদের বই এর পাণ্ডুলিপি পাঠাতে হয় মেইল এর মাধ্যমে। পাণ্ডুলিপি নির্বাচিত হলে শুরু হয় একক বই এর কাজ, এ পর্যন্ত এই বাংলার অনেক লেখক-লেখিকার একক বই প্রকাশিত হয়েছে নেট ফড়িং মাধ্যমে, সেই বইগুলো পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যে অনলাইন ম্যাগাজিনের নিরিখেও নেট ফড়িং ২৮৫ সংখ্যায় পদার্পণ করেছে।