রাজ্যে সদ্দ্যই সমাপ্ত হয়েছে পুরভোট, সকাল থেকে চলছে গণনা। এরই মধ্যে পুরসভার ফলাফল কী হতে চলেছে তার একটি হালকা ইঙ্গিত মিলছে। একাধিক ওয়ার্ড ইতিমধ্যেই দখল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে বর্ধমান, সব জায়গায় ঘাসফুলের দাপট। বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।
বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমিত কুমার শর্মা ৯ হাজার ১৩৬ ভোটে জয়ী হয়েছে। অন্যদিকে কালনায় ৪ ওয়ার্ডের মধ্যে ৩টিতে জয়ী তৃণমূল, একটিতে জয়ী সিপিএম। কালনা পুরসভায় ১ নম্বর ওয়ার্ডে ৪১৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুনীল চৌধুরী। ২ নম্বর ওয়ার্ডে ১৭৫ ভোটে জয়ী সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা। ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সমরজিৎ হালদার ৮২৮ ভোটে জয়ী। ৫ নম্বর ওয়ার্ডে চন্দনা বিশ্বাস, তৃণমূল প্রার্থী ১ হাজার ১৭৫ ভোটে জয়ী হয়েছেন। পাশাপাশি বারাসত, খড়দহ এবং অশোকনগর পুরসভায় এগিয়ে তৃণমূল।
আরও জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারি পুরসভা দখলের পথে তৃণমূল কংগ্রেস। মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল ৮টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, এগিয়ে ৭টি ওয়ার্ডে। মালবাজার পুরসভায় ১৫টির মধ্যে ৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। রাজ্যে ২০ জেলার ১০৮ পুরসভার ভোটের ফল কী হবে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে আবার উত্তর ২৪ পরগনার তিনটি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়নি। আইনি জটিলতায় ভোট হয়নি ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে। ওদিকে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে যায় দমদমের ৪ নম্বর এবং দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে। সব মিলিয়ে ফলাফল কোন দিকে যায় তাই এখন দেখার।