পিএনবি কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক পলাতক

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক প্রতারণার ঘটনায় রহস্যজনকভাবে নিখোঁজ হীরে ব্যবসায়ী। পিএনবি কেলেঙ্কারির বহু কোটি টাকার হাইপ্রোফাইল জালিয়াতি মামলায় অন্য়তম অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদীর মামা মেহুল চোকসি ফের পলাতক। বর্তমান আস্তানা অ্যান্টিগা এন্ড বারবুডার বাড়ি থেকে আচমকা উধাও। ২০১৮ সালের জানুয়ারি থেকে সেখানেই থাকতেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,৫০০ কোটি টাকার ঋণ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত।

নিখোঁজ হওয়ার খবর স্বীকার করেছেন আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত চোকসির আইনজীবী বিজয় আগরওয়ালও। অ্যান্টিগা পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশের দাবি, গত রবিবার চোকসিকে নিজের গাড়িতে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁর আর খোঁজ মিলছে না। তবে তল্লাশি চালিয়ে চোকসির গাড়ি উদ্ধার করা হয়েছে। পিএনবি দুর্নীতি মামলায় অভিযুক্ত হতেই তিনি ভারত থেকে পলায়ন করেন। সোমবার অ্যান্টিগার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। প্রসঙ্গত, ২০১৮ সালে হীরে ব্যবসায়ী নীরব মোদীর মামা মেহুল চোকসি পিএনবি জালিয়াতি কাণ্ডে শিরোনামে আসেন। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। ওই বছরই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে দেশ ছাড়েন মেহুল। তারপর থেকে তাঁকে দেশে ফেরানোর জন্য চেষ্টা চলছে। ৫৯ বছরের মেহুল চোকসি নীরব মোদীর সঙ্গে যৌথভাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত। নীরব মোদী এই মুহূর্তে ব্রিটেনের জেলে বন্দি।