সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যত সময় গড়াচ্ছে আরও জোড়ালো হচ্ছে প্রতিবাদ। বাংলার পর এবার এ বার দেশজোড়া অনশনের ডাক দিল আইএমএ।
পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের সমর্থনে ১২ঘণ্টা অনশনে বসতে চলেছেন দেশের সব রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। এদিন আইএমএ (মুখ্য দফতর) তরফে আইএমএ-র সমস্ত রাজ্য ও আঞ্চলিক শাখার প্রধানদের এই বিষয়ক নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে বাংলার চিকিৎসক আন্দোলনের সংহতিতে এ বার গোটা দেশে ১২ ঘণ্টার জন্য অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা।
এই কর্মসূচিকে নেতৃত্ব দিতে চলেছে আইএমএ জেডিএন (জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ক) এবং আইএমএ এমএসএন (মেডিক্যাল স্টুডেন্ট্স নেটওয়ার্ক)-এর সদস্যেরা। সমস্ত মেডিক্যাল কলেজ ও হস্টেলগুলিতে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা।