দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত ব্যবসায়ী। গতকাল রাতে শীতলকুচির গোসাইরহাট এলাকায় এক ব্যবসায়ী দোকান বন্ধ করার সময় বাইকে করে দুই জন দুষ্কৃতী দোকানের সামনে দাঁড়িয়ে টাকা দাবি করে।
টাকা দিতে অস্বীকার করলে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ী কে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী।
গতকাল রাতেই তাকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।