মিলছে একের পর এক জামিন, নয়া মোড় নিলো দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটাচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

বালুর পাশাপাশি এই কাণ্ডে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এবার তাঁদের মধ্যে ৩ জনকে জামিন দিল বিশেষ ইডি আদালত। এই রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন শঙ্কর আঢ্য, বাকিবুর রহমান এবং বিশ্বজিৎ দাস। বিশেষ ইডি আদালত এই ৩ জনকে জামিন দিয়েছে।

৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর, শঙ্কর এবং বিশ্বজিৎ জামিন পেয়ে যাওয়ায় বাকিদের জামিনের পথ সহজ হয়ে গেল বলে মনে করছেন আইনজ্ঞদের একটি অংশ। এবার এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় আপাতত সেই দিকেই নজর রয়েছে সকলের।