ফের মাদক সহ গ্রেফতার এক। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির গৌড় সিং জোতে ১০১ গ্রাম ব্রাউন সুগার ও ১২ বোতল কাফ সিরাপ সহ গ্রেফতার খগেন রায়। ধৃত গৌড় সিং জোতের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য। এদিন এসডিপিও কার্শিয়াঙ নির্জা অনিস শা জানান, সীমান্তে মাদক রুখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক সহ গ্রেফতার যুবকদের পুর্নবাসন কেন্দ্রে পাঠানোর পাশাপাশি লাগাতার অভিযানের মাধ্যমে মাদক পাচার আটকানো যাবে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনার তদন্তে নামবে পুলিশ।