বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসওজি ও বাগডোগরা থানার পুলিশ। এদিন বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে হাতবদলের উদ্যেশ্যে দাড়িয়ে ছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ৫০৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।
ধৃতের নাম চমন আলী। ইসলামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।