রাজ্য পুলিশ প্রশাসনের নির্দেশে বর্তমানে উত্তরবঙ্গের নদী থেকে বালি পাথর তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।তবে চোরাই পথে বেশ কিছু অসাধু ব্যবসায়ী নদী থেকে বালি চুরি করে অবৈধভাবে বিক্রি করছে।পুলিশ প্রশাসনের নজরকে ফাঁকি দিতে ওই ব্যবসায়ীরা ট্রাকের বদলে ব্যবহার করছে ছোট চার চাকার গাড়ি।আর তাতে করেই অল্প পরিমাণ বালি বা পাথর নিয়ে বিক্রি করছে বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার এমনই এক বালি পাচারকারীকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ী মহানন্দা ব্যারেজ সংলগ্ন ক্যানেল রোডে অভিযান চালিয়ে বালি বোঝাই ওই গাড়িটিকে আটক করে।গ্রেফতার করা হয় উজির হুসেন নামে এক বালি ব্যাবসায়ীকে।
জানা গেছে ধৃতের বাড়ি ফুলবাড়ি পশ্চিম ধনতলায়।দীর্ঘদিন ধরেই সে এই অসাধু ব্যবসায়ীর সঙ্গে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে।শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।