সম্প্রতি আলুর দাম কমানোর উদ্দেশ্যে এই রাজ্যের আলু ভিনরাজ্যে পাঠানোতে নিষেধাজ্ঞার কথা বলেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিষেধাজ্ঞা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিহার বা উত্তরপ্রদেশের জাল নথি তৈরী করে আসামে আলু পাঠাচ্ছিল একটি চক্র। তেমনই একটি আলু বোঝাই গাড়ি আটক করে অসম বাংলা সীমানাবর্তী নাকা পয়েন্টের পুলিশ।
ময়দার নথি তৈরী করে আলু বোঝাই গাড়িটি দালাল মারফত আসামে পাঠানোর সময় বারোবিশার কাছে ভাঙা পাকড়িতে পুলিশের হাতে আটক হয়। গাড়িটি থামিয়ে জিজ্ঞেসাবাদ করলে চালকের উত্তরে সন্দেহ হয় পুলিশের।
তারপর গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে আসে আলুর বস্তা। চালক রবি সাহা কে আটক করে পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত আছে তা তদন্ত করছে পুলিশ।