ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই কাণ্ডে। গ্রেফতার হলও আরও একজন। কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেপ্তার দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী। ওই ব্যক্তির নাম ইন্দ্রজিৎ সাউ। ওই ব্যক্তির বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজে ভুয়ো টিকাকরণ শিবির আয়োজনের অভিযোগ রয়েছে। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের সেই ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন। তাকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে যে, কলকাতার আর কোনও স্থানে কসবার মত ভুয়ো টিকা কেন্দ্র খোলা হয়েছে বা হয়েছিল কিনা। ইন্দ্রজিৎকে জেরা করে সেসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
ভুয়ো আইএএস দেবাঞ্জনের প্রাক্তন কর্মচারী ইন্দ্রজিৎ সাউ জানান, তিনি গত মার্চ মাসে চাকরি পান। কসবার রাজডাঙার ভুয়ো পুরসভা অফিসে তাঁকে হেডক্লার্ক হিসাবেই নিয়োগ করে দেবাঞ্জন। এদিকে টিকা কাণ্ড নিয়ে ইতিমধ্যেই আদালতে মামলা হয়েছে যার শুনানি চলছে। প্রসঙ্গত, গত ১৮ জুন থেকে কলকাতার সিটি কলেজে ভুয়ো টিকাকরণ শিবিরের আয়োজন করে দেবাঞ্জন। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে সেটাই ছিল দেবাঞ্জনের আয়োজিত প্রথম ভুয়ো টিকাকরণ ক্যাম্প। তাতে প্রায় ১০০ জনকে টিকা দেওয়া হয়।