একের পর এক তলব, চলতি মাস শেষেই নিজামে ডাকা হয়েছে সুজিত বসুকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বর্তমানে বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির রহস্যভেদ করতে মরিয়া সিবিআই।

গতকালই জানা গিয়েছিল, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের এক মন্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরই মধ্যে এবার প্রকাশ্যে এল নাম। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু-কে তলব সিবিআইয়ের।

চলতি মাসের ৩১ তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজামে ডাকা হয়েছে। পুর দুর্নীতির সময় পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ওদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সাথে ঘনিষ্ঠ যোগ রয়েছে মন্ত্রীর। এবার এই অয়নের সাথে কীভাবে মন্ত্রীর পরিচয়, কতদূর দুর্নীতি ছড়িয়েছে সেই সব প্রশ্নের উত্তরেই হেভিওয়েটকে তলব।