রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আরও বিপাকে পড়লেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র, আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় তাকে। আর পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাকেও শুনতে হল চোর চোর স্লোগান।
আদালতে ঢোকার মুখে তাঁকে ঘিরে চোর চোর, চিটিংবাজ স্লোগান দেন লেক গার্ডেন্সের বাসিন্দা দিলীপ কুমার ঘোষ। দিলীপ কুমার আসলে পাওনাদার। জমির দালালির ১২ লক্ষ টাকা নাকি মেরে দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
দিলীপবাবুর দাবি, বেহালার সিদ্ধিনাথ চ্যাটার্জি রোডে একটি ৩৬ কাঠা এবং অন্য ২৬ কাঠা। ওই দুটি জমির বিক্রির জন্য দালাল হিসেবে কাজ করেছিলেন সুজয়কৃষ্ণ। কমিশন হিসেবে রফা হয়েছিল ২০ লক্ষ টাকা। পরে দর কষাকষি করে তা থামে ১২ লাখে। কিন্তু সেই টাকাও আর দেননি সুজয়কৃষ্ণ। এমনকি টাকা চাইতে গেলেও হুমকিও দিতেন তিনি।