আরো একবার পাশবিকতার উদাহরণ দিল তালিবান

আফগানিস্তানকে দখল নেওয়ার পর থেকে তালিবানি রাজ চলছে ওই দেশে। এর পর থেকেই আফগানিস্তানের অবস্থা কী হতে পারে তার আন্দাজ আগে থেকেই ছিল। বর্তমানে হচ্ছেও তাই। সে দেশের মানুষরা যে কী পরিস্থিতিতে আছেন তা আরও একবার স্পষ্ট হল এই ঘটনায়। খোলা ফুটবল মাঠে চাবুক মেরে শাস্তি দেওয়া হল তিন মহিলা সহ ১২ জনকে। সেই দৃশ্য দেখতে স্টেডিয়ামে ভিড় জমালেন সাধারণ মানুষও। তালিবান অধ্যুষিত আফগানিস্তানের এই ছবি দেখে সত্যিই সকলে শিহরিত।

জানা গিয়েছে, ‘নৈতিক অপরাধ’ করায় ১২ জনকে শাস্তি দিয়েছে তালিবান শাসকরা। যদিও সঠিক ভাবে জানা যায়নি যে তারা কী অপরাধ করেছিলেন, তবু সূত্রের খবর, ডাকাতি ও সমকামিতার ‘অপরাধের শাস্তি’ পেয়েছেন ওই ১২ জন। শরিয়া আইন মেনে তাঁদের সকলকে ২১ থেকে ৩৯ বার চাবুক মারা হয়েছে বলে দাবি করা হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তালিবানের এক মুখপাত্র জানিয়েছেন, চাবুকের শাস্তি দেওয়ার পর ওই তিন মহিলাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাকিদের সঙ্গে আর কী করা হয়েছে তা জানান হয়নি।