রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু। কিন্তু তার আগে মামলার জল গড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। অর্থাৎ ইন্টারভিউর আগেই আইনি জট মামলা নিয়ে আরও বেশি জলঘোলা। নিয়োগে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের সুবিধা দিয়েছিল আদালতের একক বেঞ্চ। এখন সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করল কয়েকজন প্রার্থী। অবসরকালীন বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে আজই।
গত ২১ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উচ্চ প্রাথমিকে প্যারা টিচারদের ইন্টারভিউতে বসার সুযোগ করে দিয়েছিলেন। তবে প্রাথমিকে সেই সুযোগ পাইনি প্যারা টিচাররা বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই এই মামলা করা হল। এদিকে ১৬৯৪ জন শিক্ষাকর্মীকে নোটিস দিয়েছে সরকার। তাঁদের বিরুদ্ধে বেআইনি ভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে৷ তবে কি বাতিলের পথে এই সকল প্রার্থীর নিয়োগ? এই বিষয়টি এখন সম্পূর্ণ ভাবেই আদালতের উপর নির্ভরশীল৷ তবে আজকের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, তাঁদের একদিনও স্কুলে ঢুকতে দেবেন না৷ এই দুর্নীতির জেরে ছাত্রদের যে ক্ষতি হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি৷