আবারও সারা দেশ ব্যাপী আন্দোলনে তৎপর কৃষকরা

দীর্ঘ সময় পর দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী। এই করোনাকালের মাঝে ফের নয়া কর্মসূচি ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চার। টানা সাত মাস ধরে আন্দোলন চলছে সরকারের তরফে তৈরী নয় কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন। কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। দু-পক্ষই নিজেদের অবস্থানে অনড়। চলতি মাসের আগামী ২৬ তারিখে সারা ভারত জুড়ে ‘রাজভবন ঘেরাও’ কর্মসুচি নিতে চলেছে আন্দোলনরত দিল্লির চাষিরা। আবারও আন্দোলনের গতি বাড়াতে আবারও তৎপর হয়ে উঠছে বিক্ষুব্ধ কৃষকরা। তাই আগামী ২৬ জুন রাজ্যে-রাজ্যে ‘রাজভবন ঘেরাও’ -এর ডাক কৃষক সংগঠন। মোদী সরকারের বিরুদ্ধে ফের জোড়দার আন্দোলনের পথে সংযুক্ত কিষাণ মোর্চা।

‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’, আগামী ২৬ জুন এই স্লোগান নিয়ে রাজ্যপালদের প্রশাসনিক কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করবেন কৃষকরা। মূলত পাঢ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরাই এই আন্দোলনে সামিল। এছাড়াও কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি জমা দেবেন কৃষক নেতারা। ১৯৭৫ সালের এই দিনেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। যা ইন্দিরাকে অল্প সময়েই স্বৈরাচারী শাসক বলে দেগে দেয়। দেশের বর্তমান অবস্থার সঙ্গে সেই স্বৈর শাসনের মিল তুলে ধরতেই ২৬ জুনই ‘জমি বাঁচাও-গণতন্ত্র বাঁচাও’ দিবস পালনে উদ্যোগী আন্দোলনকারী কৃষকরা।