ফের একবার নোটিশ গেল মহাগুরুর বিতর্কিত মন্তব্যে

একুশে বিধাসভা ভোট পর্বের রেশ চলছে এখনো। বিতর্কের শেষ নেই। বিধানসভা নির্বাচনের আগে মহাগুরু মিঠুন চক্রবর্তী হাতে তুলে নিয়েছিলেন পদ্ম আঁকা পতাকা। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন তাদের তারকা। প্রায় প্রতিটি সভাতেই মিঠুনের মুখে শোনা গিয়েছিল একেবারে কড়া ফিল্মি ডায়লগ। নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল যে মিঠুন চক্রবর্তী আদতে উস্কানিমূলক মন্তব্য করে বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছেন। এই মামলার প্রেক্ষিতে এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তাঁর প্রশ্ন, সিনেমার সংলাপ বললেই হিংসা হয়ে যায় কী করে? অতএব মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হিংসা উস্কানি দেওয়ার যে অভিযোগ তা কতটা যুক্তিযুক্ত তাই নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেল। তবে এই ইস্যুতে ফের একবার নোটিশ পাঠানো হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এই মামলার পরবর্তী শুনানি ২ জুলাই।