আবারো রেলের চালকের তৎপরতায় প্রাণ বাঁচল বন্যপ্রাণের

Estimated read time 0 min read

বামন হাট হইতে শিলিগুড়ি যাওয়ার 15468 ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে সেবক এবং গুলমা মহানন্দা ওয়াইল্ড লাইফের জঙ্গল পার করার সময় তিনটি বুনো হাতিসহ একটি বাচ্চা রেললাইন দখল করে হাঁটতে থাকে। সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জে এন আনসারি ও।

জি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং হাতিকে রেললাইন পার হতে সাহায্য করে। পরবর্তীতে হাতি যখন দলবল সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করার পরেই ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়।

এই ধরনের চালকের তৎপরতায় অনেক হাতির প্রাণ বাঁচিয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয়চালককে ধন্যবাদ জানিয়েছে।

You May Also Like

More From Author