রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, শিক্ষা পর্ষদ পাহাড় প্রমাণ দুর্নীতিগ্রস্ত। যুব সমাজের কাছে তা প্রমাণিত। এক চাকরিপ্রার্থীর করা প্রশ্ন ভুল মামলার শুনানিতেই এই মন্তব্য করতে শোনা যায় তাঁকে। একই সঙ্গে এও বলেন, মেধাবী চাকরি প্রার্থী দেওয়ালে মাথা ঠুকছে আর পর্ষদের ভুলে তারা বঞ্চিত হচ্ছে।
আসলে নেফাউর শেখ একজন চাকরিপ্রার্থী যিনি ২০১৪ সালে পরীক্ষা দেন। কিন্তু ২০১৬ সালে জানতে পারেন যে তিনি পাশ করেননি। এদিকে ২০২১ সালে মামলা করার পর তিনি টেট উত্তীর্ণ হন যদিও তাকে পর্ষদ পরীক্ষায় বসতে দেয়নি কারণ, যে সময়সীমা পর্ষদ বেঁধে দিয়েছিল সেই বয়স সীমা পেরিয়ে গিয়েছিল তাঁর। তবে এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে ওই চাকরিপ্রার্থী যাতে পরীক্ষায়