বাংলার মেয়ে হিসেবে রাজ্যবাসীর পাশে ফের থাকলেন মুখ্যমন্ত্রী। আম্ফানের পরে ইয়াসেও মুখ্যমন্ত্রীর মমতাময়ী রুপ দেখলো রাজ্য বাসী। এদিন ঝড় মিটেতে না মিটতেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। ঘূর্ণিঝড় ইয়াস দিনভর বাংলায় তাণ্ডব চালিয়েছে। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াসের ধাক্কা ওডিশা অনেকটাই সামলে নিলেও বাংলাতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ভরা কোটালের কারণে জলস্তর বেড়ে গিয়ে সুন্দরবনের একাধিক জায়গা প্লাবিত হয়েছে। বাঁধ ও ভেঙে যায় অনেক এলাকায়। সেই সব এলাকাতেই পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের প্রক্রিয়া ৭২ ঘণ্টা পর শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন।
আগামী ২৮ মে দু’দিনের সফরে বেরচ্ছেন মুখ্যমন্ত্রী। ওই দিন দুপুরে প্রথমে হিঙ্গলগঞ্জে যাবেন তিনি। ঘুরবেন সুন্দরবন। তার পর সাগরে একটি বৈঠক করবেন। সেখান থেকে চলে যাবেন দিঘায়। ত্রাণের কাজ খতিয়ে দেখতে ২৯ মে দিঘায় একটি বৈঠক করে তার পর কলকাতায় ফিরবেন তিনি। বৃহস্পতিবারই হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। পরে তিনি জানতে পারেন, বৃহস্পতিবারও বড় দুর্যোগের আশঙ্কা রয়েছে। হেলিকপ্টারে যাওয়া সম্ভব নয়। তাই শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।