আবারও জনপ্রিয়তার শীর্ষে নমো

তিনি ভারতের প্রধানমন্ত্রী হলেও, তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এই মুহূর্তে তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা। তার জনপ্রিয়তা থাকে শীর্ষে। দেশ তো বটেই, বিদেশের মাটিতেও যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ পরিচিত এবং জনপ্রিয় তা সকলের জানা।

আগে একাধিক সমীক্ষাতে তিনি বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে ওপরের স্থানেই এসেছেন। এবার একবার ফের তাই হল। বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় আবারও শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মেক্সিকোর প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রীকে।

২২ জন বিশ্বনেতাকে নিয়ে ‘মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স’ সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পর আছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর, যিনি ৬৩ শতাংশ ভোট পেয়েছেন।

তৃতীয় স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি, তিনি ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। অনেকটাই পিছিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি পেয়েছেন ৪১ শতাংশ ভোট।

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ হাজার মানুষ ও অন্যান্য দেশের প্রায় ৫০০ থেকে ৫ হাজার মানুষের ওপর সমীক্ষা করা হয়েছিল অনলাইনে। তাতেই ‘জিতেছেন’ নরেন্দ্র মোদী।

তবে এই প্রথমবার নয়। এর আগে ২০২১ সালের নভেম্বরে এবং চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে জনপ্রিয় বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনিই। যদিও এই সমীক্ষা নিয়ে অনেকেই আশা প্রকাশ করছেন না।

বিশ্লেষকদের মত, অন্যান্য দেশের সর্বাধিক মাত্র ৫ হাজার মানুষের মধ্যেই এই সমীক্ষা সীমাবদ্ধ। ভারতের মতো জনবহুল দেশে এত কম লোকের সমীক্ষায় আসল চিত্র ধরা পড়া মুশকিল।