আবার একবার ইডির তলব এড়ালেন মলয় ঘটক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় ইডি তলব করলেও ফের হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তবে এবারেও হাজিরায় গেলেন না মন্ত্রী।

সূত্রের খবর, মন্ত্রীর তরফে গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে, সামনে পঞ্চায়েত ভোট। হাতে মাত্র কিছুদিনের সময়। বর্তমানে তিনি প্রচারের কাজে জেলা সফরে ব্যস্ত। তাই এই মুহূর্তে দিল্লি যাওয়া তার পক্ষে সম্ভব নয়। যদিও পরবর্তী সময়ে ইডিকে তদন্তে সাহায্য করার কথাও জানান মন্ত্রী। উল্লেখ্য, এনিয়ে বেশ কয়েকবার ইডির তলব এড়ালেন রাজ্যের মন্ত্রী। এই নিয়ে এরপর কী পদক্ষেপ হতে পারে ইডির?

যদি তারা মনে করেন যে তিনি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্যই এই কাজ করছেন তবে তাকে গ্রেফতারির জন্য আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর আবেদনও করতে পারেন। কারণ ইডির অ্যারেস্ট করার ক্ষমতা রয়েছে। তবে এই সমস্ত কিছুই আশঙ্কা মাত্র। এরপর তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয়, সেটা বোঝা যাবে সময় এলেই।