আরো একবার প্রমাণিত হলো রাজ্যে থাকছে তৃণমূলই

অবশেষে শেষ রক্ষা হলো না রাজ্যের গেরুয়া শিবিরের৷ উপনির্বাচনে ফুল মার্কস তৃণমূলের৷ চারে চার রাজ্যের শাসক দল৷ চার বিধানসভা কেন্দ্রেই রেকর্ড মার্জিনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে ৪-০ করার লক্ষ্যে নেমেছিল তৃণমূল কংগ্রেস৷ সবুজ ঝড়ে চূর্ণবিচূর্ণ গেরুয়া শিবির৷ চার কেন্দ্রের মধ্যে তিন কেন্দ্রেই বিজেপি’র জামানত জব্দ৷ শান্তিপুর বাদে আর বাকি তিন কেন্দ্র অর্থাৎ গোসাবা, দিনহাটা ও খড়দায় বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে৷

দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ৮৪ শতাংশ ভোট৷ সেখানে দিহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন ১১ শতাংশ ভোট৷ খড়দায় বিধানসভা কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ৭৪ শতাংশ ভোট৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন মাত্র ১৩ শতাংশ ভোট৷ গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ৮৭ শতাংশ ভোট৷ সেখানে বিজেপি প্রার্থী পলাশ রানা পেয়েছেন ১০ শতাংশ ভোট৷ শান্তিপুরে তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী পেয়েছেন ৫৫ শতাংশ ভোট৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন ২৩ শতাংশ ভোট৷ অর্থাৎ শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্রেই বিজেপি’র জামানত জব্দ৷

বিধানসভা ভোটের আগে বঙ্গ জুড়ে দেখা গিয়েছিল বিজেপি হাওয়া৷ পড়েথিল দল বদলের হিড়িক৷ কিন্তু সেই হাওয়া এখন উধাও৷ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ভাঙন ধরেছে পদ্ম শিবিরে৷ বইতে শুরু করেছে উল্টো স্রোত একের পর এক নেতা বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে৷ কমতে কমতে বিজেপি’র বিধায়ক সংখ্যা এখন ৭০৷ উপনির্বাচনেও নিজেদের জেতা আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির৷   

এদিকে, ভোটের ফল প্রকাশিত হতেই রাজ্য জুড়ে উড়ল সবুজ আবির৷ অন্যদিকে, বিধানসভায় জেতা আসন শান্তিপুর ও দিনহাটাও হাতছাড়া হল বিজেপি’র৷ দিনাহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮ ভোটে জয়ী উদয়ন গুহ৷ খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ গোসাবায় ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোটে জয়ী সুব্রত মণ্ডল৷ শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী ব্রজ কিশোর গোস্বামী৷ দিনহাটায় খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেও পরাজিত বিজেপি৷ ছ’ মাস আগেও দিনহাটা ও শান্তিপুর ছিল বিজেপি’র দখলে৷ কিন্তু ছ’ মাস পর এই দুই কেন্দ্রে বদলে গেল ফুল৷ পদ্ম নয়, ফুটল জোড়া ফুল৷