রাজ্যের মধ্যে আরও একবার, এবার মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার এক কোটিরও বেশি নগদ টাকা

সম্প্রতি জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার হতে দেখেছে রাজ্যবাসী। এই ঘটনার পর সম্প্রতি হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির বাড়ি থেকেও ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

এবার এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকেও উদ্ধার হল কোটি টাকা। মালদহের গাজোলে তাঁর বাড়ি থেকে এই টাকা পাওয়া গিয়েছে। এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল সিআইডি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১ কোটির বেশি টাকা উদ্ধার করা গিয়েছে।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, তাঁরা অনুমান করছে এই ব্যবসায়ী মাছের ব্যবসার আড়ালে মাদকের কারবার করত। নিষিদ্ধ কাপ সিরাপ বিক্রি করত সে। তাঁর বাড়ি থেকে আনুমানিক ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। কোথা থেকে এল এত টাকা, সেই উত্তর ওই ব্যবসায়ী দিতে পারেনি বলেই জানান হয়েছে। এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।