মাঝে দু বছর সময় কেটে গেলেও আদতে কোনো সুরাহা হয়নি এখনো। বৈঠকের পর বৈঠক করেও কোনো সমাধান মেলেনি এখনো। চিনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর টক্কর যেন কিছুতেই থামছে না। লাদাখ সীমান্ত নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তা এখনও অব্যাহত আছে। বরং উত্তাপ আরও বেড়েছে কারণ সম্প্রতি ফের লাদাখের খুব কাছ দিয়ে উড়ে গিয়েছে চিনের যুদ্ধ বিমান, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও ভারত তার পাল্টা দিয়েছে বলেই জানা গিয়েছে।
জুন মাসের শেষ সপ্তাহে ভোর ৪টে নাগাদ চিনের এই যুদ্ধ বিমান পূর্ব লাদাখের সীমান্তের ওপর দিয়ে উড়ে গিয়েছে বলে জানান হয়েছে। খবর, এই জায়গাতেই চিনের বাহিনী মহড়া চালাচ্ছে, সেই যুদ্ধ বিমান এই মহড়ার কারণেই ওড়ানো হয়েছে। কিন্তু ভারত সীমান্তের এত কাছ দিয়ে কেন ওড়ানো হল তা নিয়ে একাধিক প্রশ্ন। তবে চিনা ওই যুদ্ধ বিমান আকাশ সীমা লঙ্ঘন করতে পারে এই আশঙ্কায় আগে থেকেই তৈরি ছিল ভারত, সেই মতো পদক্ষেপ পর্যন্ত করা হয়। তবে বিশেষজ্ঞদের অনুমান, বিগত কয়েক মাস ধরেই ওই সীমান্তে চিন প্রচুর যুদ্ধ বিমানকে মজুত করে রেখেছে। যার কারণ এখনও অজানা।
২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকা ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ভারতের ২০ জন জওয়ান শহীদ হন অন্যদিকে, চিনের কমপক্ষে ৪০ জন মারা গিয়েছিল বলে জানা গিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে চিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় সরকার। দুই দেশের মধ্যে একাধিক বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র মেলেনি।